আর্কাইভ থেকে বাংলাদেশ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি

টানা বৃষ্টি ও উজানের ঢলে, সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। 

গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনার পানি ১২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরইমেধ্য পানিবন্দী হয়ে পড়েছে, কয়েক হাজার মানুষ। জেলার কাজীপুর ও চৌহালীতে নদী ভাঙনে, ৫০টি বসতভিটা ও বিস্তৃীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। 

এদিকে, কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদীর পানি বেড়েই চলেছে। সকালে ধরলার পানি বিপদ সীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে জেলার বিভিন্ন চরের ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমন ধান ও সবজি ক্ষেত। 

এ সম্পর্কিত আরও পড়ুন সিরাজগঞ্জে | যমুনা | নদীর | পানি | বৃদ্ধি