বাংলাদেশ

কমতে শুরু করেছে গোমতীর পানি, নামলো বিপৎসীমার নিচে

গোমতী নদী, কুমিল্লা ছবি: সংগৃহীত

কুমিল্লার গোমতী নদীর পানি অবশেষে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে। সবশেষ খবর অনুযায়ী, নদীটির পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান।

জনাব ওয়ালিউজ্জামান জানান, গোমতী নদীর পানি কমছে। বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।

সবশেষ গত ২২ আগস্ট গোমতী নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ওপর দিয়ে প্রবাহিত হয়। যা এর আগে কখনো হয়নি। তথ্যমতে, সেদিন রাতে বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। সেদিন কুমিল্লার বুড়বুড়িয়া এলাকার বাঁধ ভেঙে যায়, প্রচণ্ড বেগে পানি ঢুকতে থাকে মানুষের বাসস্থানের দিকে। 

এরপর থেকেই ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত পানি কমেছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন কুমিল্লা | গোমতী | বিপৎসীমা