আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪৪ লাখ ৪৪ হাজার

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪৪ লাখ ৪৪ হাজার

স্বাস্থ্যবিধি মানা ও টিকা দেওয়ার হার বাড়ানোর কারণে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও এর প্রভাব কমেনি বিশ্বে। মহামারী শুরুর পর গেল দেড় বছরে ভাইরাসে মারা গেছে ৪৪ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। মোট শনাক্ত হয়েছে ২১ কোটি ২৫ লাখ ৮৭ হাজারের ওপর। আর মারণ ভাইরাস থেকে মোট সুস্থ হয়েছে ১৯ কোটির বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আট হাজারের বেশি মানুষ। এর আগের দিন এই সংখ্যা ছিল আট হাজার ৬৬৬। গেল ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে চার লাখ ৫১ হাজার ৫১০ জনের। আগের দিন শনাক্ত হয় ৫ লাখ ৬২ হাজার ১৬৮ জনের।

প্রতিদিনের মৃত্যুতে এখনো শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। এশিয়ার দেশটিতে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে এক হাজারের বেশি মানুষ।

তবে যুক্তরাষ্ট্রে কমেছে মৃত্যু আর সংক্রমণ শনাক্তের সংখ্যা। দেড় মাস পর গেল ২৪ ঘণ্টায় দেশটির ৩০ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি। গেলো বছর মার্চের পর দিনে সর্বনিম্ন ১৯৮ জনের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র।

এছাড়াও রোববার করোনায় মেক্সিকোয় ৮৪৭ জন, ইরানে ৬৮৪ জন, রাশিয়ায় ৭৬২ জন, ভারতে ৩৮৫ জন ও ব্রাজিলে ৩৩১ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | মৃত্যু | ছাড়িয়েছে | ৪৪ | লাখ | ৪৪ | হাজার