পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে নাদিরা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সীতাগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত নাদিরা ওই এলাকার নাজিম উদ্দীনের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাড়ির পাশের পুকুরে তিন বান্ধবী সহ নাদিরা গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে নাদিরা সাতার না জানায় পানির নিচে তলিয়ে যায়। পরে তার বান্ধবীরা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে।
পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা নাদিরাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসাপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুল লতিফ মিয়া পুকুরের পানিকে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।