রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, শুক্রবার রাত ৮টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
তিনি বলেন, বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুন লেগেছে। আগুন নেভাতে সেখানে ফায়ারের চারটি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
এর আগে সকালে রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ১০টা ৩৮ মিনিটে ১২ নম্বর সেক্টরের শাহ মাখদুম সড়কে লাভলীন নামক একটি রেস্টুরেন্টে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর দুপুর ২টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেএইচ