আর্কাইভ থেকে দেশজুড়ে

তেঁতুলিয়ায় ২৩টি ভারতীয় গরু উদ্ধার

তেঁতুলিয়ায় ২৩টি ভারতীয় গরু উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে আসা ভারতীয় ২৩টি গরু উদ্ধার করেছে তেতুলিয়া মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত এসব গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মুরখাগছ  সীমান্ত এলাকার দুটি বাড়ি থেকে এসব গরু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত সোমবার (২৩ আগস্ট) গভীর রাতে ভজনপুর ইউনিয়নের মুরখাগছ সীমান্ত এলাকা মোহাম্মদ আলী ও হামিদুল ইসলাম ভারত থেকে ২৩টি গরু পাচার করে এনে একই এলাকার  আব্দুর রহিম নামের এক ব্যক্তির বাড়িতে রাখে। খবর পেয়ে মঙ্গলবার তেঁতুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৩টি ভারতীয় গরু উদ্ধার করে। এসময় চোরাকারবারিরা পালিয়ে যায়। বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে ।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ভারতীয় গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন তেঁতুলিয়ায় | ২৩টি | ভারতীয় | গরু | উদ্ধার