সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর রাজধানীর উত্তরায় লাভালীন রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহতাবস্থায় ৭ জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের আগুন নেভানোর কাজে অংশ নেয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টা ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে গণমাধ্যমকে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই ভবনটিতে প্রবেশ করে ফায়ার সার্ভিস কর্মীরা। বর্তমানে ভেতরে তল্লাশীর পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনের ঘটনায় রেস্টুরেন্টটির ভবনের উপরে আটকে পড়া সাতজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, রেস্টুরেন্টের গ্যাসে লিকেজ থেকে আগুন লেগেছে। সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ভবনটি ছিল ঝুঁকিপূর্ণ। কোনো ফায়ার সেফটি ছিল না। ভবনটিতে কোনো বাণিজ্যিক অনুমোদন ছিল না। এই ভবনে একটি মাত্র সিঁড়ি ছিল। কোনো ফায়ার এক্সিট ছিলও না।
আই/এ