সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। আজ হোয়াইটওয়াশ করার আশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তা দাপটের সাথেই করতে পেরেছে তারা। লিটন দাসের অধিনায়কত্বে এই জয় বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
ম্যাচ শেষে অধিনায়ক লিটন বলেন, 'টেস্টে আমরা দারুণ খেলেছি, ওয়ানডেতে দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি কিন্তু আমাদের আত্মবিশ্বাস ছিল।'
বাংলাদেশের বোলিং আক্রমণের প্রতি ভরসা রেখে তিনি বলেন, 'হ্যাঁ, আমরা জানতাম ভালো রান করতে পারলে সেটা ডিফেন্ড করার মতো বোলার আমাদের আছে।'
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দুর্দান্ত, শক্তিশালী টি-টোয়েন্টি দল নিয়ে খেলেছে তারা। এমন দলের সঙ্গে সিরিজ জয় আবার তা হোয়াইটওয়াশে পরিণত করা- আজকের ম্যাচের দলীয় সংগ্রহের কথাই আলাদাভাবে লিটন বলছেন, 'এই মুহুর্তে তাদের ব্যাটিং আমাদের চেয়ে ভালো, তাদের পাওয়ার হিটার রয়েছে কিন্তু আমরা ১৯০ ডিফেন্ড করেছি এটা বড় অর্জন। এই সিরিজে আমরা ভালো খেলেছি এবং পরবর্তীতে যেখানেই খেলব আমাদের ভালো খেলতে হবে।'
এম এইচ//