অনেকরকম আনুষ্ঠানিকতা শেষে হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশ দলের হয়ে। লাল-সবুজের ফুটবলের জন্য এটা এক আনন্দের ঘটনা তো বটেই। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন- হামজার অভিজ্ঞতা তাই কম নয়। সেই অভিজ্ঞতা বাংলাদেশের হয়ে কাজে লাগবে, সেই আশাই করছেন এ দেশের দর্শক-সমর্থকরা।
আজ, শুক্রবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল কথা বলেছে গণমাধ্যমের সঙ্গে।
বাফুফে সভাপতি মনে করেন প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার প্রবণতা বাড়ছে। জামাল ভুঁইয়া, তারিক কাজীর মতো হামজা চৌধুরীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটলো। এই ধারবাহিকতা সামনে আরও থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তাবিথ আউয়াল বলেন, ‘সকল কিছুরই একটা ধারাবাহিকতা থাকে। এক দশক আগে জামালের মাধ্যমে শুরু হয়েছিল। এর ফলে এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার বাংলাদেশ দলে। সামনে হয়তো বাংলাদেশের কেউ বড় কোনো লিগে খেলার সুযোগ পাবে।‘
তিনি যোগ করেন, ‘আশা করছি হামজা চৌধুরীর মতো অন্য প্রবাসী যারা খেলছেন, তাদের আরও চিহ্নিত করে বাংলাদেশ দলে খেলার জন্য অনুপ্রাণিত করতে পারবো। বাফুফে চেষ্টা করবে খেলোয়াড়দের নিয়ে নানান তথ্য দিতে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অনেক মেধা আছে। দেশের বাইরে, ইতালিয়ান, জার্মানি কিংবা দক্ষিণ আমেরিকান যারাই আছেন– আমি বিশ্বাস করি হামজা তাদের অনুপ্রেরণা জোগাবেন বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য।’
হামজার বাংলাদেশের হয়ে খেলা বড় ব্র্যান্ডিং মানছেন তাবিথ। তবে এসব নিয়ে এখনই ভাবছে না বাফুফে। বরং জাতীয় দল যাতে আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি জয় লাভ করে- সেই আশা করছেন তিনি। কম গোলে হারা বা ড্র করার প্রবণতা থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে বলে মনে করেন বাফুফে সভাপতি।
এম এইচ//