ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে রাশিয়ার ক্রামাগত হামলায় কেপে ওঠে কিয়েভ। দেশটির রাজধানীতে একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় অন্তত একজন নিহত হওয়ার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া গেছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকোর বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয়। ইউক্রেনের রাজধানীতে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনী হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ও ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেন সেরহি পপকো। এতে অন্তত একজন নিহত হয়েছেন। সকালের এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। হামলায় একটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, শত্রুর হামলায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের চারটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে গাড়ি ও ভবনে আগুন ধরে যায়। সব জায়গাতেই জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।
অবশ্য ইউক্রেনের বিমানবাহিনী কিয়েভের বাসিন্দাদের হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিল। উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে বলে তারা জানিয়েছিলো।
জেডএস/