এশিয়ান কাপ বাছাইয়ে ভারতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশের শুরুর একাদশে জায়গা পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।
এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার। তবে শুরুর একাদশে জায়গা হারিয়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।
আজ মঙ্গলবার ( ২৫ মার্চ) শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৭টায়।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক) , তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন।