প্রেমিকের সঙ্গে মিলে ঠান্ডা মাথায় রচিত হলো ভয়ংকর হত্যার ছক- ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে সরিয়ে দিলেন নববধূ! ভারতের উত্তর প্রদেশে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন প্রগতি যাদব ও তার প্রেমিক অনুরাগ যাদব।
মঙ্গলবার (২৫ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রগতির সঙ্গে অনুরাগের চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবারের চাপে গত ৫ মার্চ তাকে দিলীপ নামে এক যুবকের সঙ্গে বিয়ে দেয়া হয়। সেই বিয়ে কিছুতেই মেনে নিতে না পেরে প্রেমিকের সঙ্গে মিলেই স্বামীকে খুনের নৃশংস পরিকল্পনা করেন প্রগতি।
গেলো ১৯ মার্চ উত্তর প্রদেশের একটি মাঠে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দিলীপকে। তার শরীরে গুলির চিহ্ন ছিল। পুলিশ দ্রুত তাকে নিকটবর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে একের পর এক হাসপাতালে স্থানান্তর করা হয়- শেষ পর্যন্ত মধ্যপ্রদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ মার্চ তার মৃত্যু হয়।
ঘটনার পর দিলীপের ভাই থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য- স্ত্রী প্রগতি যাদবই প্রেমিক অনুরাগ যাদবের সঙ্গে পরিকল্পনা করে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করিয়েছেন। দিলীপকে হত্যার জন্য তারা ‘রমিজ চৌধুরী’ নামের এক ব্যক্তিকে ২ লাখ রুপি দেন। পুলিশ পরে কথিত ভাড়াটে খুনিকেও গ্রেপ্তার করেছে।
অভিযুক্তদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি কার্তুজ, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, একটি পার্স, আধার কার্ড এবং নগদ ৩ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এসি//