ফুটবল

আন্তোনিকে কিনতে ‘গণচাঁদা’ তোলার ডাক!

আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়ে সফল হতে পারেননি আন্তোনি।  একপর্যায়ে কোণঠাসা হয়ে পড়লে তাকে ধারে রিয়াল বেতিসে পাঠায় ইংলিশ ক্লাবটি। 

স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়েই আমূল বদলে গেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।  কখনো গোল করে, কখনো গোলে সহায়তা করে ধারাবাহিক পারফরম্যান্সে সাহায্য করে যাচ্ছেন বেতিসকে।  

বেতিসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৪ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন আন্তনি। সর্বশেষ লা লিগায় আন্দালুসিয়ান ডার্বিতে সেভিয়ার বিপক্ষে ২–১ গোলে জয়ের ম্যাচে দারুণ অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান। 

আন্তোনি আসার পর দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বেতিস।  তবে স্প্যানিশ ক্লাবটিতে স্থায়ী খেলোয়াড় নন আন্তোনি।  মৌসুম শেষ হলেই তাঁকে চলে যেতে হবে।  তবে বেতিসে আন্তোনির সতীর্থ ইসকো চান স্প্যানিশ ক্লাবটিতেই আরও এক বছর থাক আন্তোনি।  

স্প্যানিশ এই মিডফিল্ডার হয়তো জানেন আন্তোনিকে ধরে রাখার আর্থিক সামর্থ নেই বেতিসের। আর এ জন্য ইসকো মজা করে বলেন আন্তোনিকে ধরে রাখতে তাদের গণচাঁদা তুলতে হবে।