আর্কাইভ থেকে জাতীয়

শিগগিরই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

শিগগিরই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণের হার আরেকটু নিচে নামলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার ( ২৪ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শোক দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, যেভাবে সংক্রমণের হার নিচে নামছে এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। সব শিক্ষার্থী সপ্তাহে ক্লাস করতে পারবে।

দিপু মনি বলেন, করোনার মধ্যে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। কারণ আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বিশ্বের অন্য দেশের তুলনায় বেশি। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। তাই ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে। একইসঙ্গে সব শিক্ষার্থী একযোগে সপ্তাহে ছয়দিন ক্লাস করতে পাবে না।

শিক্ষামন্ত্রী বলেন, একযোগে সব শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠান আসার ক্ষেত্রে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান খুলার জন্য সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।

আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ- কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরমধ্যে কয়েকবার চেষ্টা করেও করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন শিগগিরই | খুলছে | শিক্ষাপ্রতিষ্ঠান | | শিক্ষামন্ত্রী