বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রথমবারের মতো মাঠে নামলো নারী ক্রিকেটাররা। শনিবার (২১ ডিসেম্বর) রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
তিন দিনের ম্যাচ খেলবেন নারী ক্রিকেটাররা। টেস্ট খেলার জন্য বেশ ভালো প্রস্তুতি হিসেবে এই প্রতিযোগিতাকে দেখা হচ্ছে। এবারের আসরে ৪ টি দল অংশ নিচ্ছে; উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।
বাংলাদেশ নারী ক্রিকেট উইং এর প্রধান হাবিবুল বাশার বলেন, এই আয়োজন টেস্ট ম্যাচ খেলার সম্ভাবনা উন্মোচন করবে এবং ক্রিকেটের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানান, এমন আয়োজনের ফলে নারী ক্রিকেট দলের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হবে। নারী ক্রিকেটের উন্নয়নে ভালো পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।
এম এইচ//