খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের ১০ ওভারের সমীকরণে তাকিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: বিসিবি

বাংলাদেশ নারী দল বিশ্বকাপের মূল পর্বে খেলবে কি না, তার জন্য তৈরি হয়েছে সমীকরণ। আজ পাকিস্তানের বিপক্ষে পরাজিত হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। এরমধ্যে থাইল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১৬৬ রানে অলআউট হয়ে গেছে।

ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে যেতে হলে ১০ কিংবা ১১ ওভারের মধ্যেই ম্যাচটি জিতে নিতে হবে। নতুবা তাদের টপকে বাংলাদেশ খেলবে আগামী নারী ওয়ানডে বিশ্বকাপ।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। থাইল্যান্ডকে ৪৬.১ ওভারে ১৬৬ রানে অলআউট করে দেয় তারা। উইন্ডিজরা যদি ১০ ওভারের মধ্যে ১৬৭ রান করতে পারে তবে তারা যাবে বিশ্বকাপে। এই ম্যাচের আগে তাদের নেট রান রেট ছিল –০.২৮৩।

যদি দুই দলের স্কোর সমান হয় তবে ওয়েস্ট ইন্ডিজ চার বা  ছক্কা মেরে যেতে, তখন হিসাব কিছুটা আলাদা। স্কোর সমান হওয়ার পর চার মেরে জিতলে ১০ ওভার ৪ বলে জিতলেও চলবে। স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিতলে ১১ ওভারের মধ্যে জিতলেও চলবে।

আজ পাকিস্তানের কাছে পরাজয়ের পর ৫ ম্যাচের ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রান রেট +০.৬৩৯।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ নারী দল | ওয়েস্ট ইন্ডিজ নারী দল | সমীকরণ | থাইল্যান্ড নারী দল