নির্বাচনের জন্য আলাদা করে আন্দোলনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির লিয়াজোঁ কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান, ‘এই সরকারকে তো আমরাই বসিয়েছি। সুতরাং তাদের বিরুদ্ধে আন্দোলনের প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে ১২ দলীয় জোটের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল সোয়া তিনটার দিকে শুরু হওয়া এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
১২ দলীয় জোটের পক্ষ থেকে অংশ নেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব গোলাম মহিউদ্দীন ইকরামসহ আরও অনেকে।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছি, রাজনৈতিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ। কয়েক দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। সেই আলোচনার বিষয়বস্তু জানাতেই আজকের এই বৈঠক। সহযোগী হিসেবে তাদের জানার অধিকার রয়েছে, আমরাও দায়িত্ববোধ থেকে বিষয়গুলো তুলে ধরেছি।’
তিনি জানান, বিভিন্ন বিষয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপি একমত হয়েছে। এসব বিষয়ে আরও দল ও জোটের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত অবস্থান জানানো হবে।
ডিসেম্বরে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার আমাদের স্পষ্টভাবে জানিয়েছে- ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। যদিও পরে তা খানিকটা পরিবর্তন হয়েছে। তারা এখন বলছেন, ডিসেম্বর থেকে জুন—এই সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে।’
বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অতীত সহযোগিতার ভিত্তিতে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে। তাদের দ্রুত বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের সরকার থেকে অপসারণের ব্যাপারে আমরা একমত হয়েছি।’
এসময় ‘এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণভ্যুত্থান হয়নি’—জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘তারা আসলে কী বোঝাতে চাচ্ছেন? তারা কি চায় না যে একটা গণতান্ত্রিক পরিবর্তন হোক? নাকি কারো পক্ষ নিচ্ছেন?’
বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষ থেকে ডিসেম্বরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা মাত্র একটি জোটের সঙ্গে আলোচনা করেছি। আরও অনেক দল রয়েছে, তাদের সঙ্গেও আমরা বসব। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছিলেন, তাদের সবার মতামত নিয়ে পরবর্তী অবস্থান জানাবে বিএনপি।’
এসি//