পাকিস্তানে আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার করাচির সদর এলাকায় এই ঘটনা ঘটে।
আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র আমির মাহমুদ বলেন, নিহত ব্যক্তির বয়স ৪৭। তিনি স্থানীয় এক গাড়ি মেরামত কারখানার মালিক ছিলেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সফদার বলেন, লাঠি ও ইট দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
আর পাকিস্তানে থাকা মানবাধিকার কমিশন বলছে, এই ঘটনা প্রমাণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। সেই সঙ্গে রাষ্ট্র যে একটি নির্যাতিত সম্প্রদায়ের নিপীড়নে প্রশয় দিচ্ছে তা স্বরণ করিয়ে দিচ্ছে।
উল্লেখ্য, ১৯৭৪ সালে পাকিস্তানের সংবিধানে আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম হিসেবে ঘোষণা করা হয়।
এনএস/