রাজনীতি

ইসলামী আন্দোলনের অভিযোগ এর জবাব দিলো জামায়াত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইসলামী আন্দোলনকে কোন তুচ্ছতাচ্ছিল্য বা অসম্মান করা হয়নি। জোটের পক্ষ থেকে ৪৭টি আসন খালি রাখা হয়েছে। এসব আসনের কিছু ইসলামী আন্দোলনের জন্য এবং কিছু অন্যান্য শরিক দলের জন্য সংরক্ষিত ছিল। বর্তমান বাস্তবতা বিবেচনায় এসব আসনের ভবিষ্যৎ নিয়ে জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও লিয়াজোঁ কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

নির্ধারিত একটি বৈঠক না হওয়ার বিষয়ে জুবায়ের বলেন, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি মানবিক ভুল। সংশ্লিষ্ট নেতা অসুস্থ থাকায় বৈঠকের বিষয়টি ভুলে গিয়েছিলেন এবং পরে দুঃখ প্রকাশও করা হয়েছে। মানুষ মাত্রই ভুল হতে পারে। এখানে কোনো তুচ্ছতাচ্ছিল্য বা অসম্মানের প্রশ্ন নেই,’

তিনি বলেন,ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভিন্ন দিকে চলে গেছেবলে যে মন্তব্য করেছেন, তাও সঠিক নয়। জামায়াত মনে করে, জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশে তিনি এমন মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন,  নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২০ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক সমঝোতা, আসন বণ্টন কিংবা নতুন সমীকরণ তৈরি হওয়া অস্বাভাবিক নয়

জাতীয় সরকার গঠন নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে এ জামায়াত নেতা ভবলেন, এটি জামায়াতের ঘোষিত নীতি। জনগণ যদি ভোটের মাধ্যমে দায়িত্ব দেয়, তাহলে তারা এককভাবে নয়, বরং সব রাজনৈতিক শক্তিকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জামায়াত