গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ এখন সিরাজগঞ্জে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “গণতন্ত্রের মূল শক্তি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ভোটাধিকার। ‘দেশের চাবি—আপনার হাতে’ এই বার্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘সুপার ক্যারাভান’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ গণভোটে ভোটার উপস্থিতি ও আগ্রহ বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
জেলা প্রশাসক জানান, সিরাজগঞ্জের আয়োজনে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে জেলার শহর ও গ্রামাঞ্চলে ‘সুপার ক্যারাভান’ ঘুরে গণভোটের গুরুত্ব, ভোট প্রদানের পদ্ধতি ও ভোটারের দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে।
আয়োজকরা মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে গণভোট ঘিরে জনমনে ইতিবাচক সাড়া সৃষ্টি হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সম্পৃক্ততা আরও জোরদার হবে।
আই/এ