ময়মনসিংহ জেলার ধোবাউড়ার এরশাদ বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নজরুল ইসলাম (৩০) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় ধোবাউড়ার এরশাদ বাজারে নির্বাচন অফিস উদ্বোধনকালে মজিবুর রহমানের দোকানের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) সালমান ওমর রুবেলের কর্মী নজরুল ইসলামকে বিএনপির প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের কর্মী রুমান ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ পুলিশ কর্মকর্তা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ধোবাউড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আই/এ