খেলাধুলা

এনসিএল টি-টোয়েন্টি

এনসিএলে খুলনার জয়ে চট্টগ্রামের বিদায়

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

এনসিএল টি-টোয়েন্টিতে বিদায় নিলো চট্টগ্রাম বিভাগ। আজ খুলনা বিভাগের বিপক্ষে ৭ রানে পরাজিত হয় চট্টগ্রাম। এতেই সুপার ফোর থেকে ছিটকে যায় তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে খুলনা। ব্যক্তিগত ৪ রানে এনামুল হক বিদায় নিলে, আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ মিঠুন মিলে ৫ ওভার খেলে ৫০ রান এনে দেন। তামিম ও মিঠুনের ৪৪ রানের জুটির পর অবশ্য দুজনে ফিরেছেনও প্রায় একসাথেই। ২০ (১৬) রান করে তামিম ও ১৬ (১২) রান করে বিদায় নেন মিঠুন। ইমরুল কায়েস ও নাহিদুল ইসলাম এবার ক্রিজ দখলে নেন। ইমরুল ১৭ ও নাহিদুল ১৮ রানে ফিরেছেন।  

নুরুল হাসানের ব্যাট খুলনাকে সবচেয়ে উপকৃত করেছে। অধিনায়ক ৩৯ বল খেলে ৬ টি চার, ২ ছক্কায় সর্বোচ্চ ৫২ রান করেছেন। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার ৩ বল আগেই ১৪৬ রানে অলআউট হয়ে যায় খুলনা।

চট্টগ্রামের পক্ষে আহমেদ শরীফ একাই ৪ উইকেট শিকার করেন।

বেশ আস্তেধীরে ইনিংস শুরু করে চট্টগ্রাম। ১৪৭ রানের লক্ষ্যমাত্রা পেরোতে গিয়ে শুরুতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। ১১তম ওভারের মাথায় যখন দলের পঞ্চম ব্যাটার ইরফান শুক্কুর বিদায় নেন তখন দলীয় রান ৬৪।

নাঈম হাসান ও ইয়াসির আলী রাব্বি মিলে ৫৫ রানের জুটি গড়েন। ইয়াসির বিদায় নেয়ার পর, জেতার জন্য শেষ ওভারে চট্টগ্রামের প্রয়োজন ছিল ২৪ রান। সেই ওভারে নাঈম ২ চার ও ১ ছক্কা হাঁকিয়েছেন। এতে কমেছে ব্যবধান। ৬ উইকেট হারিয়ে ১৩৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস।

খুলনার পক্ষে মাসুম খান ও মেহেদী হাসান রানা ২ টি করে উইকেট নিয়েছেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন এনসিএল | খুলনা বিভাগ | চট্টগ্রাম বিভাগ