নারী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এই ম্যাচ জিতলে বাংলাদেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতো। পরাজয়ের কারণে এখন তাদের কিছু সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশ দল টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ৬২ বল হাতে রেখে ম্যাচটি জিতে নেয় পাকিস্তান।
বাংলাদেশ সময় আজ বিকেল ৩ টা থেকে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচ। এই ম্যাচে উইন্ডিজরা থাইল্যান্ডকে খুব বড় ব্যবধানে না হারালে বাংলাদেশই খেলবে বিশ্বকাপ। আর যদি থাইল্যান্ড জিতে যায়, তবে খুব স্বাভাবিকভাবেই বিশ্বকাপ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা।
বাংলাদেশ নারী দল ৫ ম্যাচে ৩ জয় ও ০.৬৩৯ নেট রান রেট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ নারী দল ৪ ম্যাচে ২ জয় ও ২ হার নিয়ে -০.২৮৩ নেট রান রেট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে। আর পাকিস্তান দল ৫ ম্যাচের পাঁচটিতেই জিতে আছে শীর্ষে।
আজ বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে রিতু মনি ৪৮ ও ফাহিমা খাতুন ৪৪ * রানের ইনিংস খেলেন। তবে ১৭৮ রানের সংগ্রহ খুব বেশি সাহায্য করতে পারেনি বাংলাদেশ দলকে। পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে ওপেনার মুনিবা আলী সর্বোচ্চ ৬৯ (৯৩) রান করেন। এছাড়াও সিদরা আমিন ৩৭, আলিয়া রিয়াজ ৫২ * করেছেন।
এমএইচ//