রাজনীতি

বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: রিজভী

ছবি: ফাইল ছবি

বিএনপিকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সেমিনারটি আয়োজন করে জিয়া পরিষদ, নাটোর জেলা শাখা।

রিজভী বলেন, ‘বিএনপি একটি জনসম্পৃক্ত দল, জনগণের পক্ষের দল। শহীদ জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন আত্মপরিচয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের পথ। তার নেতৃত্ব, খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিকা সব মিলিয়ে বিএনপি এখন আরও সুসংগঠিত। এ দল নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। যারা ষড়যন্ত্র করেছে, তারা আজ কোথায়?’

বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘সরকারি উপদেষ্টারা সংসদে বসে বসে সংস্কার সংশোধন করেছেন, তারপরও কেন এত সংস্কারের কথা? বিএনপি যদি দ্রুত নির্বাচন চায়, তাহলে সমস্যা কোথায়? সংস্কার একটি রাজনৈতিক প্রতিশ্রুতি, নির্বাচিত দলই তা বাস্তবায়ন করবে।

বিএনপির এই নেতা  বলেন, ‘যদি ডিসেম্বরের সরকার সংসদ নির্বাচন দেয়, তাহলে ৮ মাসের মতো বাকি আছে। তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? বর্তমান যেটাই সংস্কার করুক সেটা পরবর্তী সংসদে পাস করতে হবে।

তিনি বলেন, এখন যে সংস্কারই হোক না কেন, তা পরবর্তী সংসদে অনুমোদনের অপেক্ষায় থাকবে। প্রশ্ন হচ্ছে, সংস্কারের কথা বলে আসলে কার লাভ হচ্ছে?’

ভারতের প্রসঙ্গে রিজভী বলেন, ‘শেখ হাসিনা এক সময় বলেছিলেন, তিনি ভারতকে যা দিয়েছেন, তা তারা সারাজীবন মনে রাখবে। আজ দেশের মানুষ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। পালিয়ে যাওয়া হাসিনাকে ভারত নানা সহযোগিতা করছে। আবারও বাংলাদেশকে কব্জার মধ্যে নেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে তারা।

নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এসময় অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপি | রিজভী | নির্বাচন