রাজনীতি

গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলণ্ঠিত করা হয়েছে: আলী রীয়াজ

গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে বিভিন্নভাবে ভূলণ্ঠিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দলের বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, ‘এ দেশের ইতিহাসে গণতন্ত্রের আকাঙ্ক্ষা বারবার পর্যুদস্ত হয়ে একটি ব্যক্তিতান্ত্রিক শাসনে পরিণত হয়। গণতন্ত্রের সংগ্রামের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, বিভিন্নভাবে সে বিজয়কে ভূলুণ্ঠিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এখন সময় এসেছে সবাই মিলে একটি নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার। এমন একটি রাষ্ট্রব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে ফ্যাসিবাদ যেনো আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।‘

তিনি আরও বলেন, ন্যায়বিচার, মানবাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। একই সঙ্গে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাসহ সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফররাজ হোসেন ও ড. ইফতেখারুজ্জামান।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সামান্তা শারমিন, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারী, সারোয়ার তুষার, জাভেদ রাসিন এবং নাহিদা সারোয়ার নিভা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন আলী রিয়াজ | কমিশন | এনসিপি