বাংলাদেশ ও জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামীকাল, রোববার থেকে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দল নতুন কিছু করার চেষ্টা করবে। এর জন্য যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, তাও নিয়েছেন খেলোয়াড়রা।
শনিবার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্ত বলেন, 'আমার মনে হয় প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিজ অনুযায়ী উইকেটগুলো বেটার ছিল, আমার মনে হয়। মোটামুটি আমরা যেরকম উইকেটে অনুশীলন করতে চেয়েছি যে ধরনের ফ্যাসিলিটিজ গুলো আমরা পেয়েছি। যারা মাঠের দায়িত্বে আছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করব ম্যাচেও এ ধরনের উইকেট আমরা পাব। প্রস্তুুতি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছে।'
এরপর তিনি বলেন, ‘আমি অধিনায়ক হিসেবে মনে করি যে প্রত্যেকটা ম্যাচ আমরা জয়ের জন্য খেলি। এখানে সেলফ ক্রিকেটটা খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। আমি যেটা বললাম একটু আগে যে, নতুন কিছু আমরা চেষ্টা করব। এবং এটাও শুরু হবে আগামীকাল থেকে। আমার মনে হয় এটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রস্তুতি থাকা দরকার সেগুলো খেলোয়াড় নিচ্ছে।’
বাংলাদেশের টেস্ট সংস্কৃতি নিয়ে বলতে গিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় যে এত বছর টেস্ট খেলার পরেও আমাদের যখন টেস্ট কালচার নিয়ে কথা বলতে হয় অবশ্যই দুঃখজনক। তো লাস্ট গত বছর থেকে আমরা যদি শুরু করি দেখবেন যে আমার মনে হয় গত বছর আমরা টেস্টে চারটা ম্যাচ জিতলাম। টেস্ট চ্যাম্পিয়নশিপের যে বারোটা টেস্ট ছিল তার মধ্যে চারটা ম্যাচই বড় দলের বিপক্ষে জয়।’
এমএইচ//