ফুটবল

যতো দিনের জন্য মাঠের বাইরে নেইমার

চোট কাটিয়ে মাঠে ফিরে দ্বিতীয় ম্যাচেই আবার চোটে পরেছিলেন নেইমার জুনিয়র। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে অ্যাথলেটিক মিনেইরোর বিপক্ষে চোট পেয়ে শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে করতে মাঠ ছেড়েছিলেন তিনি। 

ইনজুরি সম্পর্কে সান্তোস জানিয়েছে নেইমার তার বা উরুতেই নতুন একটি জায়গায় চোট পেয়েছেন। যেটি কাটিয়ে উঠতে মাস খানেক সময় লাগবে। 

নেইমারের জীবনে চোট যেন হয়ে উঠেছে এক অন্তহীন চক্র।   এই চোটে পড়ছেন, কিছুদিন বা কয়েক মাস পর সুস্থ হয়ে মাঠে ফিরে কয়েকটি ম্যাচ খেলছেন এবং আবারও চোটে পড়ছেন। 

ছন্দে ফেরা তো দূরের কথা, নেইমারকে খেলতে দেখাটাই এখন দায় হয়ে গেছে।   

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন নেইমার