ফুটবল

মেসির মতো মুগ্ধতা, নেইমারের মতো উদযাপন!

দুই দিন আগে ক্লাব বিশ্বকাপে ফ্রি-কিক গোলের মুগ্ধতা ছড়িয়েছিলেন লিওনেল মেসি। প্রায় একই দূরত্ব থেকে এবার ফ্রি-কিক গোলে মুগ্ধ করলেন ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরি।

তবে গোলের পর ১৯ বছর বয়সী এই আর্জেন্টাইন যে সেলিব্রেশন করেছেন, সেটি হুবহু মিলে গেছে নেইমার জুনিয়রের সঙ্গে।

২০১৯ সালের জুলাইয়ে মন্টপেলিয়ের বিপক্ষে অসাধারণ একটি ফ্রি-কিক গোল করেছিলেন নেইমার। সেই গোলের পর ব্রাজিলিয়ান তারকা যেভাবে উদযাপন করেছিলেন, ক্লাব বিশ্বকাপে আল আইনের বিপক্ষে ফ্রি-কিক থেকে গোল করার পর ঠিক সেইভাবেই উদযাপন করেছেন ক্লদিও এচেভেরি।

এছাড়াও নেইমার ও এচেভেরির মধ্যে আরও একটি মিল রয়েছে—দুজনই ডান পায়ে খেলেন।

সোমবার বাংলাদেশ সময় সকালে আল আইনের বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটির শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন এচেভেরি। তবে গোড়ালির সমস্যার কারণে প্রথমার্ধের পর আর মাঠে নামতে পারেননি তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মেসি