ফুটবল

নিজের আদর্শ নেইমারের সাথে ছুটি কাটাচ্ছেন ইয়ামাল!

লিওনেল মেসি যতোই মহান হন! নেইমার জুনিয়রই তার আইডল।  ছোট বেলায় নেইমারকে দেখেই মুগ্ধ হয়েছিলেন।  লামিনে ইয়ালাম গেলো জানুয়ারিতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এমনটা! আরেক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন নেইমার জার্সি গায়ে দিয়ে বেড়ে ওঠার কথা।  নিজের খেলার স্টাইলেও আছে নেইমারের প্রভাব। 

এবার নিজের সেই স্বপ্নের তারকার সাথে সময় কাটাতে ব্রাজিলে ছুটে গেছেন লামিন।  ১৭ বছর বয়সী স্প্যানিশ তারকাকে রিও ডি জেনিরোর মানগারাবিতা শহরে নিজের বাসভবনে স্বাগত জানিয়েছেন নেইমার। 

দুজনে একসাথে ফুটভলি খেলছেন, সুইমিং পুলে খুনশুটি করছেন।  আর্কেড গেম সেন্টারে একসঙ্গে বাস্কেটবল খেলছেন। গলফ কার্ট গাড়িতে ইয়ামালকে বসিয়ে নিজেই গাড়ি চালাচ্ছেন নেইমার। 

ইয়ামালের সাথে কাটানো মুহূর্তে গুলি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন নেইমার। সেখানে লামিন কমেন্ট করেছে ‘ভাই আমার। ’ 

ইয়ামালও ফেইসবুকে আপলোড করেছেন একটি ছবি, ক্যাপশনে লিখেছেন আমার আদর্শের সাথে। 

ক্লাব বিশ্বকাপে নেই ইয়ামালের ক্লাব বার্সেলোনা ও নেইমারের ক্লাব সান্তোস। তাই দুই তারকাই এখন ছুটি কাটাচ্ছেন। সেই ছুটিতেই দুজনে এক হয়েছে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নেইমার #ইয়ালাম