খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র: কোন গ্রুপে কোন দল

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া এই আসরের ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পড়েছে ‘জে’ গ্রুপে, আর ব্রাজিল আছে ‘সি’ গ্রুপে। শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে ড্র অনুষ্ঠিত হয়েছে।

ড্রয়ে দেখা যায়, আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে পেয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে। কাগজে–কলমে মেসিদের জন্য এটি তুলনামূলক সহজ গ্রুপই ধরা হচ্ছে।

অন্যদিকে ব্রাজিল ‘সি’ গ্রুপে লড়বে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে। মরক্কোই ধরা হচ্ছে নেইমারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ড্রয়ের পর সবার নজর কাড়ে ‘এল’ গ্রুপ—যেখানে আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

এছাড়া এক নজরে দেখে নিন কোন দল কোন গ্রুপে-

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইউরোপিয়ান প্লে-অফ ডি

গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, ইউরোপিয়ান প্লে-অফ এ

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, ইউরোপিয়ান প্লে-অফ সি

গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

 

ড্র–পট থেকে বল তুলতে মাঠে জমকালো উপস্থিতি ছিল টম ব্রেডি, ওয়েইন গ্রেটস্কি, অ্যারন জাজ ও শাকিল ও’নিলের। স্বাগতিক তিন দেশের শীর্ষ তিন নেতা মার্ক কার্নি (কানাডা), ক্লদিয়া শেইনবাউম (মেক্সিকো) ও ডোনাল্ড ট্রাম্প (যুক্তরাষ্ট্র)প্রথম তিনটি বল তোলেন।

প্রসঙ্গত, ২০২৬ সালের ১১ জুন, মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #মেক্সিকো #কানাডা #বিশ্বকাপ