খেলাধুলা

সাবেক ম্যানেজারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নারী ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলম দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অশালীন ও অনৈতিক আচরণ করেছিলেন।

জাহানারা বলেন, “উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে এসে কাঁধে হাত দিয়ে বলছেন— ‘তোর পিরিয়ডের কত দিন চলছে? শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে।’”

অভিযোগে তিনি বলেন, বিসিবির কাছে বারবার বিষয়টি জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এখন তিনি বোর্ডের কাছে নয়, আল্লাহর কাছেই বিচার চেয়েছেন।

তিনি আরও বলেন, “দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক-দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।”

অভিযোগের বিষয়ে মঞ্জুরুল ইসলাম চীন থেকে এএফপিকে বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করলেই সত্যতা জানতে পারবেন।”

উল্লেখ্য, জাহানারা আলম বর্তমানে জাতীয় দলের বাইরে রয়েছেন। তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম সফল বোলার, যিনি দীর্ঘদিন ধরে দেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাহানারা আলম #মঞ্জুরুল ইসলাম