আর্কাইভ থেকে এশিয়া

মার্কিন ড্রোন হামলায় কাবুল হামলার পরিকল্পনাকারী আইএস সদস্য নিহত

মার্কিন ড্রোন হামলায় কাবুল হামলার পরিকল্পনাকারী আইএস সদস্য নিহত

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে কাবুল হামলার পরিকল্পনাকারী এক আইএস সদস্য। হামলায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল শুক্রবার নানগারহার প্রদেশে ওই হামলা চালায় মার্কিন বিমান সেনারা। মার্কিন বিমান বাহিনী কর্তৃক পরিচালিত হামলায় কোনো বেসামরিক মানুষের ক্ষতি হয়নি বলে দাবি করেছে ওয়াশিংটন। কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলার এক দিন পর দেশটিতে সক্রিয় ইসলামিক স্টেটকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান, শুক্রবার সন্ত্রাসবিরোধী অভিযানে আইএসের আস্তানায় কাবুল হামলার পরিকল্পনাকারী এক আইএস সদস্য নিহত হয়েছে। তিনি এক সহযোগীসহ গাড়িতে করে যাচ্ছিলেন। ওই সময় ড্রোন হামলা চালায় মার্কিন সেনারা। ওই আইএস সদস্য কাবুলে আরও বড় হামলার পরিকল্পনায় জড়িত ছিল বলে দাবি করেছে পেন্টাগন।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী আরো জানায়, প্রাথমিকভাবে পাওয়া তথ্য বলছে, যাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে তা সফল হয়েছে। আমরা কোনো সাধারণ নাগরিকের মৃত্যুর তথ্য জানতে পারিনি।

এর আগে কাবুল হামলার ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গেল বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে হামলার পর নেপথ্যের মানুষকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেন তিনি। বাইডেন বলেন, হামলাকারীদের লক্ষ্য করে অভিযান চালাতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বোমা হামলা ও গুলিবর্ষণে নিহত হয়েছে ১৩ জন মার্কিন সেনাসহ অন্তত ১৭৫ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বহু মানুষ।

এদিকে তালেবান জানিয়েছে, এরইমধ্যে কাবুল বিমানবন্দরের একাংশ নিয়ন্ত্রণে নিয়েছে তারা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন মার্কিন | ড্রোন | হামলায় | কাবুল | হামলার | পরিকল্পনাকারী | আইএস | সদস্য | নিহত