আর্কাইভ থেকে বাংলাদেশ

বিপিএলে পাতানো খেলার প্রমাণ মিলেছে

বিপিএলে পাতানো খেলার প্রমাণ মিলেছে

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাতানো খেলার প্রমাণ পেয়েছে পাতানো খেলা শনাক্তকরণ কমিটি।

আরামবাগ ক্রীড়া সংঘ এই ঘটনায় জড়িত ছিলো বলে সুষ্পষ্ট প্রমাণ মেলে। ক্লাবটিকে ৫ লাখ টাকা জরিমানার সাথে প্রথম বিভাগ লিগে দুই মৌসুমের জন্য নামিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

ক্লাবটির ১৬ দেশি-বিদেশি ফুটবলারকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। এছাড়া ক্লাবটির সাথে পৃষ্ঠপোষকতা এনে দেয়ার চুক্তি স্বাক্ষরকারী এম স্পোর্টস-এর স্বত্তাধিকারী মিনহাজুল ইসলাম মিনহাজসহ সাবেক টিম ম্যানেজার জাহাঙ্গীর রুশো, ফিটনেস ট্রেনার ভারতীয় মাইনুল ইসলাম শেখ ও সহকারী ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন বিপিএলে | পাতানো | খেলার | প্রমাণ | মিলেছে