চীনের তৈরি সিনোফার্মের আরও ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এই ভ্যাক্সিন এসে পৌঁছায়। পরে তা গ্রহণ করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএমসি অ্যান্ড এএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হকসহ স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা।
ডা. শামসুল হক জানান, সরকারিভাবে ক্রয়চুক্তির আওতায় ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা এসেছে। টিকাগুলো এয়ারপোর্ট থেকে ফ্রিজারভ্যানে করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের টিকা সংরক্ষণাগারে নেয়া হয়েছে।
এর আগে, চীন থেকে কেনা টিকার প্রথম চালান আসে গত ৩ জুলাই। করোনা ভাইরাস মোকাবেলায়, ফেব্রুয়ারি থেকেই দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।
এএ