বাংলাদেশের ছোট পর্দার প্রিয় মুখ, অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। দীর্ঘ লড়াইয়ের পর, ক্যানসারের কাছে হার মেনে পরপারে পাড়ি জমিয়েছন তিনি। রোববার (১০ নভেম্বর) ভোর ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আফরোজা হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।
কয়েকটি ছবি শেয়ার করে মিঠু লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই’। তিনি আরও লিখেন, আফরোজার চলে যাওয়া তার জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। তিনি আফরোজার সন্তান নাঈমকে কীভাবে সান্ত্বনা দেবেন, তা ভেবে কষ্টে ভেঙে পড়েন। টাঙ্গাইলে অবস্থান করার কারণে প্রিয় সহকর্মীকে শেষ বিদায় জানাতেও পারেননি মিঠু ।
১৯৮০ এবং ১৯৯০ দশকে বাংলাদেশের শোবিজ অঙ্গণে আফরোজা হোসেনের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। টেলিভিশন নাটকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে পরবর্তীতে চলচ্চিত্রেও সফলতার ছাপ রাখেন তিনি। আফরোজার এই অকাল প্রয়াণে শোকাহত সহকর্মী ও ভক্তরা।
উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে তার জরায়ুতে ক্যানসার ধরা পড়ে। পবর্তীতে সেটি মেরুদণ্ডে ছড়িয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য ভারতেও নেয়া হয়েছিল তাকে। যদিও কিছু সময় সুস্থতার ইঙ্গিত দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত মরণব্যাধির কাছে হার মানতে হলো তাকে।
জেডএস/