আর্কাইভ থেকে বাংলাদেশ

পানিবন্দী দিন কাটাচ্ছে কয়েক লাখ মানুষ

পানিবন্দী দিন কাটাচ্ছে কয়েক লাখ মানুষ

উজানের ঢলে দেশের বিভিন্ন পয়েন্টে বেড়েই চলেছে, যমুনা, ব্রহ্মপুত্র নদীর পানি। এরইমধ্যে পানিবন্দী মানবেতর দিন কাটাচ্ছে কয়েক লাখ মানুষ। 

রোপা আমন ও ফসলী জমি পানিতে ডুবে থাকায় শঙ্কায় দিন কাটছে, কৃষকদের। যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ পয়েন্টে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দুর্গত লাখের বেশি মানুষ বিশুদ্ধ পানি ও খাবার সংকটে আছেন। মানিকগঞ্জে যমুনা, পদ্মাসহ সব নদীর পানিই বাড়ছে। প্লাবিত এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। টাঙ্গাইলের দুইশ’ গ্রামের দেড় লাখ মানুষ পানিবন্দী আছেন। নিম্নাঞ্চলের ৫০ হাজার মানুষ পানিবন্দী আছে কুড়িগ্রামে। 

গেলো ৬ দিন ধরেই পদ্মার পানি বাড়ছে ফরিদপুরে। জেলার ৫০ টি গ্রামের মানুষ পানিবন্দী আছেন। আলফাডাংগা এবং চরভদ্রসনে ভাঙনে ভিটামাটি হারিয়ে মানবতার দিন কাটছে স্থানীয়দের। গাইবান্ধায় ১শ’ ৬৫ টি চর প্লাবিত হয়েছে। পানি বাড়তে থাকায় জামালপুরে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন পানিবন্দী | দিন | কাটাচ্ছে | কয়েক | লাখ | মানুষ