দ্বিতীয় দিনের প্রথম ওভার শুরু করেন তাসকিন আহমেদ। সেই ওভারে লাইন-লেন্থ বজায় রেখে নিখুঁত বল করলেন। কোনো রান দেননি। পরের ওভারে হাসান মাহমুদের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাসকিন দিনের তৃতীয় ওভার করতে এসে প্রথম বলেই নিয়েছেন রবীন্দ্র জাদেজার উইকেট।
এতে জাদেজা-অশ্বিনের ১৯৯ রানের জুটি ভেঙে যায়।
সেঞ্চুরি না করেই ফিরতে হয়েছে জাদেজাকে। তাসকিনের শর্টার লেন্থের বল না খেললেও চলতো, তবে জাদেজা খোঁচা দিয়ে বসলেন। তাতেই উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভস বন্দি হয় এই ব্যাটারের ক্যাচ। তিনি ১২৪ বলে ৮৬ রান করে ফিরেছেন।
নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন আকাশ দ্বীপ। অন্যপ্রান্তে সেঞ্চুরি করে অশ্বিন নিজের ঢঙে খেলা বজায় রেখেছেন।
এর আগে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথম দিন শেষ করে ভারত।