আর্কাইভ থেকে দুর্ঘটনা

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুভ (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত শুভ জয়পুরহাট জেলার দূর্গাদহ ইউনিয়নের থিওট গ্রামের সরফরাজ হোসেনের ছেলে।

বুধবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিরামপুর উপজেলার বেগমপুর মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ  ওসি) সুমন কুমার মহন্ত।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বুধবার রাতে দিনাজপুর জেলার ফুলবাড়ি থেকে মোটরসাইলেযোগে শুভ হোসেন জয়পুরহাট যাচ্ছিলেন। পথে বিরামপুর বেগমপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শুভকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক পিকআপটিকে আটক করা সম্ভব হয়নি।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন বিরামপুরে | সড়ক | দুর্ঘটনায় | একজনের | মৃত্যু