রাজনীতি

শেখ হাসিনা দেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন : জামায়াত আমির

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন বরং তিনি প্রতিবেশী দেশ ভারতের সেবাদাসী ছিলেন। বললেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। 

ডা. শফিকুর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন সেটি বিশ্ব দেখবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ নিয়ে কেন ষড়যন্ত্র করবেন।

জামায়াতের আমির বলেন, শেখ হাসিনা দেশের জনগণকে আগেই ভুলে গিয়েছিলেন। সবশেষ তার দলের নেতাকর্মীদের দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেলেন।

তিনি বলেন,  আওয়ামী লীগের উন্নয়ন ছিল মুখে মুখে। উন্নয়নের মহাসড়ক আর রোল মডেল দেশ নয় বরং উন্নয়ন হয়েছিল আওয়ামী লীগের। তারা দেশকে একটি কবরস্থানে পরিণত করেছিল। যেখানে মানুষের হাসি-কান্না দেখা যায় না। শুধু একটি গোষ্ঠী নয়, বরং একটি পরিবারকে জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ।

ডা. শফিকুর রহমান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব গুম, খুন, হত্যা, গণহত্যা করা হয়েছে, সব খুনের বিচার চায় জনগণ। সেনা হত্যা, আয়নাঘরের হত্যা, জামায়াত নেতাদের হত্যা, সবশেষ ছাত্র-জনতা হত্যা সব হত্যার বিচার করতে হবে।

পাইকগাছার সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমির মাওলানা শাহীদুর রহমান ও আঠারোমাইলের পথসভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন জামায়াত আমির | শেখ হাসিনা