দুর্ঘটনা

দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কা,নিহত ৩

পাবনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পাবনার সাথিয়ায় দাঁড়িয়ে থাকা একটি করিমনে ট্রাকের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। নিহতরা সকলে কৃষক বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমন যোগে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সাঁথিয়াগামী একটি ট্রাক করিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। 

নিহতরা হলেন- উপজেলার রাঙামাটি গ্রামের খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের রাসেল আহমেদ (২৭)।

প্রসঙ্গত, মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পাবনা