আর্কাইভ থেকে করোনা ভাইরাস

এখনই ১৮ বছরের কম বয়সীদের টিকা দেয়া হবে না : স্বাস্থ্য অধিদপ্তর

এখনই ১৮ বছরের কম বয়সীদের টিকা দেয়া হবে না : স্বাস্থ্য অধিদপ্তর

আপাতত ১৮ বছরের কম বয়সীদের করোনার টিকা দেয়া হবে না। গর্ভবতী নারীরা টিকার রেজিস্ট্রেশন করার পর এসএমএস না পেলেও কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন। জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার (৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেন, গর্ভবতী মায়েদের টিকা গ্রহণের ক্ষেত্রে আগের নিয়ম পরিবর্তন করে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এখন থেকে টিকার নিবন্ধনের পর একজন গর্ভবতী নারী এসএমএস না পেলেও পছন্দমতো সময়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। তবে টিকা গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ কার্ড নিয়ে যেতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন এখনই | ১৮ | বছরের | কম | বয়সীদের | টিকা | দেয়া | হবে | | স্বাস্থ্য | অধিদপ্তর