গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মূখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৩ জন ভর্তিসহ সোমবার সকাল পর্যন্ত ১৪২ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন। এছাড়া রোববারে সুস্থ হয়ে ১৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৭৬ জন ওয়ানস্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন।
এছাড়াও সোমবার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩৪৯ জন এবং সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৩৯ জন। এ পযর্ন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ২৭৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এক হাজার ৩০৩ জন হোম আইসোলেশনে রয়েছেন।
চলতি সেপ্টেম্বর মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিক্যালে করোনা ও উপসর্গে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল।