দেশজুড়ে

দুই লঞ্চের সংঘর্ষ, এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ৪ জন পুলিশ হেফাজতে

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ এর ৪ কেবিন বয়কে হেফাজতে নিয়েছে পুলিশ।  

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি থেকে তাদের আটক করে পুলিশ। ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লঞ্চটি ঝালকাঠিতে নোঙর করার পর এর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিনচালক পালিয়ে যায়। তবে চারজন কেবিন বয়কে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আটককৃতরা হলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার  মো. মিন্টু (২৮), পটুয়াখালীর গলাচিপা উপজেলার মো. সোহেল (৪০), ঝালকাঠির নলছিটি উপজেলার ভরতকাঠি এলাকার  মহিন হাওলাদার (২৫) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসী এলাকার মো. মনিরুজ্জামান (৪০)।

এর আগে আজ দিবাগত রাত আড়াইটায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ নামে দুই লঞ্চের সংঘর্ষে ৪ যাত্রী নিহত এবং  ২০ জন আহত হন

এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের নিহতরা হলেন- ভোলা লামোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ইসলাম ব্যাপারীর ছেলে আব্দুল গণি (৩৮), একই গ্রামের মো. কালু খাঁর ছেলে মো. সাজু (৪৫), কচুখালি গজারিয়া গ্রামের মিলনের স্ত্রী রীনা (৩৫) ও চরফ্যাশন উপজেলার আহিমেদপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. হানিফ (৬০)।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #অ্যাডভেঞ্চার-৯