কুমিল্লায় শ্বাসরোধ করে স্বামী-স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন-পল্লী চিকিৎসক সৈয়দ বেলাল হোসেন ও তার স্ত্রী সফুরা বেগম।
রোববার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় মীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুত্রবধু শিউলী বেগমেক আটক করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে বৃষ্টির সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাদের ঘরে প্রবেশ করে। এ সময় বিল্লাল ও তার স্ত্রীর হাত-পা বেঁধে স্ট্যাম্পসহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র খোঁজ করেন। কাগজপত্র না দেওয়ায় তাদের শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারপর তারা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করতে পারেনি পরিবার।
পুলিশ জানায়, রাতে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহত দম্পতির দু ছেলে প্রবাসে থাকেন। কয়েকমাস আগেও তাদের বাড়িতে ডাকাতি হয়।