পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ দলে নেই কোন পরিবর্তন। তবে নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড দল: রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, এজাজ প্যাটেল, ফিন অ্যালেন, হামিশ ব্যানেট ও ব্লার টিকনার।
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচে হেরেছে মাহমুদউল্লাহ বাহিনী।