আর্কাইভ থেকে আইন-বিচার

খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দেওয়ার সুযোগ নেই : দুদক আইনজীবী

খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দেওয়ার সুযোগ নেই : দুদক আইনজীবী

মামলা বিচারাধীন থাকায় সরকারের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দেওয়ার সুযোগ নেই। বললেন দুর্নীতি দমন কমিশনের( দুদকের) আইনজীবী আইনজীবী খুরশিদ।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টে এ কথা বলেন তিনি।

খুরশিদ আলম জানান, খালেদা জিয়ার স্থায়ী মুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা ছাড়া কোনও বিকল্প পথ নেই।

অপরদিকে, বিএনপি চেয়ারপারসনের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলছেন, সরকার চাইলেই খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিতে পারে। এ ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা | জিয়াকে | স্থায়ী | মুক্তি | দেওয়ার | সুযোগ | নেই | | দুদক | আইনজীবী