আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামে বন্যায় প্রায় ৪ হাজার হেক্টর জমির ফসল নষ্ট

কুড়িগ্রামে বন্যায় প্রায় ৪ হাজার হেক্টর জমির ফসল নষ্ট

এবারের বন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে আমন ধান প্রায় ১ মাস ধরে পানিতে ডুবে থাকায় পচে নষ্ট হয়ে গেছে। আমনের ক্ষেত নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা।

নতুন করে আমন ধান রোপন করলেও অধিকাংশ কৃষক চারা সংকটে পড়েছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী এবারের বন্যায় ৫ হাজার হেক্টর জমির আমন ধান পানিতে তলিয়েছিলো। এর মাঝে পচে নষ্ট হয়ে গেছে ৪ হাজার হেক্টর জমির রোপা আমন।

এদিকে আমনের চারার সংকট  প্রকট হয়েছে। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টি আর বন্যা না হওয়ায় কৃষকেরা বন্যা পরবর্তী বীজতলা প্রস্তুত করেননি। ফলে মৌসুমের শেষ সময়ের বন্যায় নষ্ট হয়ে যাওয়া আমন ক্ষেতে নতুন করে আমন চাষ করা সম্ভব হচ্ছে না।

উপজেলার কেদার ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের শফিকুল ইসলাম জানান, তাদের সাত বিঘা জমির রোপা আমন ক্ষেত বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। পুনরায় রোপা লাগানোর মতো চারা ধান নেই । ফলে এসব জমি অনাবাদী থাকবে।

নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, নষ্ট হয়ে যাওয়া জমিতে পুনরায় চারা রোপন করছেন কৃষক। যারা চারা রোপন করতে পারবেন না তাদেরকে কলাই জাতীয় ফসল বপনের পরামর্শ দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রস্তুত করে সহযোগীতা প্রদান করা হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রামে | বন্যায় | প্রায় | ৪ | হাজার | হেক্টর | জমির | ফসল | নষ্ট