আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বে করোনায় মৃত্যু ৪৬ লাখ ২৯ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৪৬ লাখ ২৯ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৬ লাখ ২৯ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আর শনাক্ত হয়েছেন ২২ কোটি ৪৬ লাখের অধিক। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৪৬ লাখ ২৯ হাজার ৯৯৫ জন। আর ২২ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৬২৭ জন শনাক্ত হয়েছেন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছেন ৬ লাখ ৫৯ হাজার ৯৪২ জন এবং শনাক্ত হয়েছেন ৪ কোটি ৯৫ লাখ ৪ হাজার ২৫২ জন।

আক্রান্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৯২১ জন। তবে মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে আছে তারা। এখন পর্যন্ত ৪ লাখ ৪২ হাজার ৬৫৫ ভারতীয় করোনায় মারা গেছেন।

মৃত্যুতে দ্বিতীয় ও সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৭৭৯ জন। আর মারা গেছেন ৫ লাখ ৮৬ হাজার ৮৫১ জন।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গোটা বিশ্বে করোনার টিকা দেয়া হয়েছে ৫৬৭ কোটি ৭৭ লাখ ৬১ হাজার ৮৮২ ডোজ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | মৃত্যু | ৪৬ | লাখ | ২৯ | হাজার | ছাড়াল