আর্কাইভ থেকে দেশজুড়ে

নাগেশ্বরীতে নদী ভাঙন রোধে মানববন্ধন

নাগেশ্বরীতে নদী ভাঙন রোধে মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কন্যামতি বালারহাট এলাকায় গঙ্গাধর নদের তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এখানে বক্তব্য রাখেন নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান,ইউপি সদস্য শাহাজামাল প্রমূখ। বক্তারা নদের তীরে বাধ নির্মাণের দাবী করেন।

বন্যার পানি নামার সাথে সাথে ইউনিয়নটির উত্তরে গঙ্গাধর নদ এবং দক্ষিনে ব্রহ্মপুত্র নদের তিব্র ভাঙন শুরু হয়েছে।

গত একমাসে ইউনিয়নটির বালাবাড়ি, কন্যামতি গ্রামের ২শতাধিক বাড়ি ভাঙনে বিলিন হয়ে গেছে। ইতোমধ্যে আকবর হোসেন সরকারী প্রাথমীক বিদ্যালয়সহ কয়েকটি মসজিদ, স্থাপনা গঙ্গাধর ও বব্রহ্মপুত্র নদের গর্ভে চলে গেছে। হুমকিতে আছে কন্যামতি বাজার,নারায়নপুর বাজারসহ বহু স্থাপনা ও হাজার হেক্টর আবাদী জমি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন নাগেশ্বরীতে | নদী | ভাঙন | রোধে | মানববন্ধন