আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে বাসের চাপায় তিন শিক্ষার্থীর মৃত্যু

বরিশালে বাসের চাপায় তিন শিক্ষার্থীর মৃত্যু

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুতে বাসের চাপায় পিষ্ট হয়ে তিন শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর)  সন্ধ্যার পর বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ।

নিহত তিন  শিক্ষার্থী হলেন, বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের পুত্র সিয়াম,  জয়দেব দাসের পুত্র চয়ন দাস, রাব্বি  । তিনজনই  বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

নিহতের বন্ধু রাকিব ও তপু জানিয়েছেন, বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আমরা।  ৬টি মোটরসাইকেলে ১৮ জন বরিশালে ঘুরতে আসি। দপদপিয়া ব্রিজে ওঠার সময়ে পিছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটি চাপা দেয়। এতে তারা ঘটনাস্থলেই রক্তক্ষরণে মুমূর্ষু হয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মাহাতাব হোসেন সিয়াম ও চয়ন কে মৃত ঘোষণা করেন। পড়ে শেবাচিম হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রাব্বি'র মৃত্যু হয়।

ওসি জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন বরিশালে | বাসের | চাপায় | তিন | শিক্ষার্থীর | মৃত্যু